নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২২ সালে এসএসসি ও সমমানা পরীক্ষাশ জিপিএ ৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকালে কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের সভাপতি নুর ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন কচাকাটা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মূর্তজা, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বলস্নভেরখাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গোলেরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: হানিফ উদ্দিন, কেদার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুল মন্ডল, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুজ্জামান কবীর প্রমূখ। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মানা স্মারক তুলে দেয়া হয়।