কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউপি’র দূর্গাপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, কেন্দুয়া উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক ও নওপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাদিস মিয়া (৭০) প্রথম জানাজা রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দুয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পরে দ্বিতীয় জানাজা দূর্গাপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে বেলা ২টায় অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ বীর মুক্তিযোদ্ধা হাদিস মিয়া গতকাল ৭ জানুয়ারি শনিবার বেলা ২ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ৩ ছেলে, ১ মেয়ে , স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নামাজের জানাযায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, কেন্দুয়া কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমানসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দুয়া সরকারী কলেজ,মুক্তিযোদ্ধা সংসদ ও কেন্দুয়া প্রেসক্লাব গভীর ভাবে শোক প্রকাশসহ শোকসম্ভান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *