ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাট পৌরসভার উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের ২য় ধাপের আওতায় জয়পুরহাট পৌরসভার আল হেরা রোড হয়ে বাংগাপুকুর পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করা হবে।

স্থানীয় এলাকা বাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটির কাজের উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

তিনি আরো জানান, জনগণের চলাচল করতে যেন কোন অসুবিধা নাহয়, সেজন্য পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তাঘাট পাকা করা হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, সংরক্ষিত কাউন্সিলর পাপিয়া, মননুজান, নির্বাহী প্রকৌশলী এটিএম মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ফররুখ শিয়র, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মোস্তাফিজ মিল্লাত, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *