ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামে খাট থেকে হাসুয়ার ওপর পরে গিয়ে এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের শেখপাড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হাফসা বানু (৭)।
শিশুটির পরিবার জানায়, শিশুটির মা পেশায় একজন গার্মেন্টেস কর্মী। সে ঢাকায় চাকুরী করার সুবাদে তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়ীতে থাকেন। শনিবার (২৪ জুন) দিবাগত রাতে অসাবধানতা বশত খাটের উপর থেকে মেঝেতে পরে যায়। এসময় খাটের নিচে রাখা হাসুয়ার ওপর পরে যাওয়ায় হাসুয়া শিশুটির পেটে ঢুকে যায়। তখন পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরে রবিবার (২৫ জুন) দুপুরের দিকে শিশুটির মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।