খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষায় এ ফোরাম কাজ করে যাবে।
খানসামা উপজেলা প্রেসক্লাব (পাকেরহাট)-এ শনিবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফোরামের আত্মপ্রকাশ হয়। চেয়ারম্যানদের সম্মতিক্রমে কোনো রকম ভোটাভোটি ছাড়াই আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ সভাপতি ও আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়।
এছাড়াও নতুন কমিটিতে সদস্য হয়েছেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী।