খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বেলান নদীতে অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর। অভিযানে উপজেলার বেলান নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ১০০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত জাল উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. মামুন সরকারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীতে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছে একটি চক্র। নিষিদ্ধ এই জালে ছোট বড় সব ধরণের মাছ আটকা পড়ছে। এতে করে দেশীয় মাঠের সংকট দেখা দিচ্ছে। যা আগামীতে ভয়ংকর রুপ নিতে পারে। চায়না দুয়ারী এই জাল গ্রামে পরিচিত শয়তান জাল নামে। নিষিদ্ধ এই জাল দিয়ে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর। মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এবং নীতিমালা ১৯৮৫ অনুযায়ী দেশ ব্যাপী এই অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর। এরই প্রেক্ষিতে খানসামা উপজেলায়ও এধরনের অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, আমরা সর্বমোট ১৭টি মাছ শিকারের জাল জব্দ করেছি। এসব জালের দুরত্ব ১০০০ মিটার। মৎস সংরক্ষণে আমরা নিয়মিত এমন অভিযান পরিচালনা করছি। জব্দ করা প্রায় দুই লাখ টাকা মূল্যের জাল আমরা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *