খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২০-২৪ মৌসুমে রোপা মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অত্র দপ্তরের হলরুমে এই প্রণোদনা কার্যক্রম বিতরণের উদ্বোধন করা হয়। এই প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫০ জন কৃষককে জনপ্রতি মাসকালাই বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং ৪০ জন কৃষককে নাবী জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি ও পরিচর্যা খরচ বাবদ ২০০০ করে টাকা জনপ্রতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও ৬ টি ইউনিয়নের কৃষক-কৃষাণীগণ।