খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বীরমুক্তিযোদ্ধা ও অন্ধদের মাঝে প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে৷
সোমবার (১৫ জানুয়ারী) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের নবুশাহপাড়ায় ৫৫ জন চক্ষু প্রতিবন্ধীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন ইউএনও মো: তাজ উদ্দিন। এর আগে ইউএনও বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে ৯৬ টি কম্বল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন জানান, এই মৃদু শৈত্যপ্রবাহে বীর মুক্তিযোদ্ধা, এতিম শিশু, ছিন্নমূল, শ্রমজীবী, সমাজের অস্বচ্ছল, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন তিনি।