খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।
সোমবার (২৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মোঃ তাজ উদ্দিন। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাট চাষীরা।
উল্লেখ্য, প্রত্যেক চাষীকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩কেজি করে এমওপি সার দেওয়া হয়।