এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে একদিনের সফরে আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
রামকলা রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৫নভেম্বর) প্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী,এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় সরকারের অর্থায়নে নব নির্মিত অবকাঠামো সমূহের যৌথভাবে উদ্বোধন করবেন।
এসময় উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনারের রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী ও রামকৃষ্ণ আশ্রম ও মিশনের প্রতিনিধিগণ ও সুধীজন।