মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর ) প্রতিনিধিঃ দিনাজপুরেরর খানসামায় ক্রিকেট খেলা দেখার নামে জমে উঠেছে ক্রিকেট জুয়া। জুয়ার নেশায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী, বেকার যুবক, রিক্সা ভ্যান চালক, গাড়ীর স্টাফ,দোকান কর্মচারী, ব্যবসায়ী সহ নিম্ন আয়ের সাধারণ মানুষ ।
খানসামা উপজেলার খানসামা বাজার , পাকেরহাট , চৌরঙ্গী বাজার,কাচিনিয়ার বিভিন্ন পাড়া-মহল্লা, অলি-গলি, অফিস, দোকান,সেলুন,বাসা যেখানে টিভিতে খেলা চলে সেখানেই শুরু হয় ক্রিকেট জুয়ার মহোৎসব। অহরহ চলছে লক্ষ লক্ষ টাকার বাজি। এই জুয়াড়িরা অনেকটা ই প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। কয়েকজন ক্রিকেট জুয়াড়ির সাথে আলাপ করলে এই জুয়া শুধু সরাসরি না মোবাইলের মাধ্যমে ও সারাদেশের বাজিকরদের সাথে বাজি ধরা হয়। কোন খেলোয়াড় বেশি রান করবে, কোন বোলার বেশি উইকেট পাবে, কোন ব্যাটসমম্যান বেশি ছক্কা মারবে, কে বেশি চার মারবে, কোন বলে চার বা ছয় হবে।
এসবের উপর প্রতি মুহুর্তে চলে বাজিখেলা। ক্রিকেট জুয়ার ফাদে পরে সর্বস্বান্ত হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ সামাজিক ব্যাধি দূর করতে অনতিবিলম্বে দেশের প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহোদয় এর নেতৃত্বে সকল আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে,স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের কাজে লাগিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন।সকলের সার্বিক সহযোগিতায় দেশে দ্রুত সুস্থ পরিবেশ ফিরে আসবে।