এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন প্রথম নারী ইউএনও রাশিদা আক্তার।
বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপরে নবাগত ইউএনও রাশিদা আক্তার বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও রাশিদা আক্তার বলেন, সকলের সাথে সমন্বয় করে ও সবার সহযোগিতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সার্বিক কার্যক্রম পরিচালনা করব।