খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় বিশ্ব পরিবেশ দিবসে ২৫০ শিক্ষার্থীর হাতে গাছের চারা দিয়ে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং উপজেলা প্রশাসন ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে দিবসটি উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি প্রদর্শিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদর্শন করেন।
দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান এবং বিশেষ অতিথির হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবর রহমান সরকার, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম আনিসুর রহমান এবং উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি আতোয়ার রহমান শাহ্ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সবশেষে পরিবেশ বিষয়ে একটি রিয়েলিটি শো এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও র্যালিতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫০ জনকে আম, নিম, পেয়ারা, ডালিম বেদানার চারা প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।