এস.এম.রকি খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক দিনাজপুরের খানসামায় শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
ইউএনও ও টুর্নামেন্ট কমিটির সভাপতি রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, সহকারী কমিশনার (ভুমি) মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি কামাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন,খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় ভেড়ভেড়ী ইউনিয়ন দলকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে ভাবকী ইউনিয়ন দল।