খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
রংমিশ্রিত, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, দোকানের সামনে তালিকা প্রদর্শন না করা এবং খোলা স্থানে খাবার বিক্রি করার দায়ে চার প্রতিষ্ঠানকে ১১ হজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার কাচিনীয়া বাজারে একটি হোটেল ও পাকেরহাটে কীটনাশক, ঔষধ ও মুদিখানার দোকানে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জানা যায়, কাচিনীয়া বাজারের ধনঞ্জয় রায় হোটেলের সামনে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা ও খোলা স্থানে খাবার রাখার দায়ে ৩০০০, পাকেরহাট টাওয়ার মার্কেটে মোখলেছুর রহমানের কীটনাশকের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে সার বিক্রি করায় ৩০০০, ভাই ভাই স্টোরের বাবলুর রহমানকে রংমিশ্রিত খাবার সংরক্ষণ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ২০০০ এবং রবীন্দ্র নাথ রায়কে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, রমজান মাস উপলক্ষে বাজার ব্যবস্থাপনা ভাল রাখতে এবং ভেজাল খাদ্য বিক্রি না করতে এধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব ও পুলিশ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *