মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নাগরিকদের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা পরিষদ সভাকক্ষে খানসামা উপজেলা শাখা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মতবিনিময় সভায় খানসামা শাখা সুজনের সভাপতি অধ্যাপক মো: আলী আশরাফ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদার । এসময় আরোও উপস্থিত ছিলেন সুজনের খানসামা শাখার সাধারন সম্পাদক ফিরোজ খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক হাফিজ সরকার , খানসামা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ধীমান দাস প্রমূখ।