নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরর খানসামায় কলজ, কারিগরী কলজ ও আলিম মাদরাসার ২০১৬ এইচএসসি ব্যাচর শিক্ষার্থীদর নিয় পূনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছ। গত ২২ জুন বহস্পতিবার বিকাল ৫টায় উপজলার পাকরহাট¯ জমির উদ্দিন শাহ বালিকা মহাবিদ্যালয় অনুষ্ঠানটির আয়াজন করা হয়
দায়া ও ইফতারর পূর্ব ইউপি সদস্য মা. রশিদুল ইসলাম শাহ্র সভাপতিত্ব একটি আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি উপজলা চয়ারম্যান মা. সহিদুজ্জামান শাহ্ এবং বিশষ অতিথি হিসব টংগুয়া হাসনাবাগ ফাজিল মাদরাসার প্রভাষক হাজ্জাজ আল হাদী, হাবিপ্রবি ছাত্রলীগ নতা মমিনুল হক রাবী সহ বিভিন সরকারী বসরকারি বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীগণ তাদর অভিজ্ঞতার কথা তুল ধর বক্তব্য রাখন। পর শিক্ষার্থীদর পক্ষ থক হত দরিদ্র পরিবারর মাঝ সমাই চিনি এবং গরীব ও প্রতিবন্ধী শিশুদর মাঝ ঈদর নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। এ সময় উপজলার বিভিন কলজ, কারিগরী কলজ ও আলিম মাদরাসা প্রতিষ্ঠানর শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিগণ উপ¯িত ছিলন। অনুষ্ঠানটির আহান ও পরিচলনা করন ২০১৬ এইচএসসি ব্যাচর শিক্ষার্থী মা. রকিবুল ইসলাম রকি।