এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় একদিনের সরকারী সফরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও খানসামা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ৫ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩ঃ৩০ মিনিটে পাকেরহাটে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে পাকেরহাট সরকারী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা প্রশাসন, এলজিইডি প্রকৌশল অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, থানা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

এরই অংশ হিসেবে রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং পাকেরহাট সরকারী কলেজ মাঠের সাজ-সজ্জা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুল হক শাহ, এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, পাকেরহাট সরকারী কলেজের অধ্যক্ষ সাহাদত হোসেন সবুজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউপি সদস্যগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধীসমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন