এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পাকেরহাটে মিলন মেলা হয়।
এই অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ।
দিনাজপুর জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আনিছুর রহমান, সাবেক আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি এ্যাডভোকেট ছামিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক মসিউর রহমান রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।