এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।
রবিবার (১৪ আগস্ট) দুপুরে তিনি কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা, অফিস ব্যবস্থাপনা ও ছাদবাগান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএমএ মান্নান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউল ইসলাম এবং শিক্ষকগণ।
পরিদর্শন কালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী শিক্ষার্থীদের পাঠদানের মৌলিক বিষয়সহ জাতীয় দিবস সমূহের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন ও পরামর্শ দেন।