এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও যুবগণ।