এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
১৫ জুন আসন্ন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন।
শুক্রবার (১৩ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মনোনয়ন প্রাপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, জনসেবা ও এলাকার উন্নয়ন করার লক্ষ্য নিয়েই সরকারী চাকুরী ছেড়েছি। আশাকরি জনগণের সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হব ইনশাআল্লাহ।