মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা সমবায় কর্মকর্তা মাহাফুজার রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা অফিসার্স ক্লাব।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা সমবায় কর্মকর্তা মাহাফুজার রহমানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরীসহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও সমবায় অফিসের কর্মচারীবৃন্দ।