খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোজাহারুল ইসলাম।

সোমবার (১১ ডিসেম্বর ) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এরপরে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও মোঃ তাজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁকে বরণ করেন।

পরে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান বিদায়ী ওসি চিত্তরঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, এসআই, এএসআই ও কনস্টেবল ও কর্মচারীগণ।

এর আগে নবাগত ওসি কুড়িগ্রামের রাজীবপুর থানা ও নাটোরের গুরুদাসপুর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নবাগত ওসি মোজাহারুলের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়।

নবাগত ওসি মোজাহারুল ইসলাম বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেন দেশ ও মানুষের কল্যাণ হয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় এই থানা হবে সবার কাছে ভরসা ও আস্থার জায়গা এবং দালালমুক্ত থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *