ঢাকা অফিসঃ
২০ দলীয় জোট শরিক বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খান ও মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, দেশবাসীর মত আমরাও মনে করি বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।

তারা বলেন, দেশের মানুষ সব দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দুর্নীতিবাজদের শাস্তি দাবি করলেও এই মামলাকে কেন্দ্র করে সরকারের অতি আগ্রহের কারণে জনগণের মধ্যে এ ধারণা বৃদ্ধমূল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন