শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলা রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের বাগমারা দক্ষিণ পাড়া এলাকার মরহুম মোঃ দলিল উদ্দিন শেখ এর বড় পুত্র ও শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ এর সভাপতি, দৈনিক রূপসান্ধল ২ পরিবারের বার্তা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের স্বদেশ ও বাংলাদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ দৈনিক বাংলার ঐতিহ্য” ৭১ বার্তা” সুন্নি সমাচার” কলম কথা” ঢাকার টাইম” নতুনখবর” পাবলিক বাংলা পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক সহ গীতিকার ও সুরকার ইসলামি সংগীত শিল্পী ও কবি ক্বারী শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতা মরহুম মোঃ খয়বার শেখ এর রুহের মাগফিরাত সহ দোয়া মাহফিল খুলনা জেলা রূপসা উপজেলার বাগমারা দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদ” কিসমত খুলনা জামে মসজিদ, বায়তুন নূর জামে মসজিদ” জাবালে নূর জামে মসজিদ সহ তাঁর বাড়ীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে বাগমারা দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদে দোয়া পরিচালনা করেছেন, উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওঃ মিজানুর রহমান” কিসমত খুলনা জামে মসজিদে দোয়া পরিচালনা করেছেন, উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ ইমরান হোসেন” বায়তুন নূর জামে মসজিদে দোয়া পরিচালনা করেছেন, মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম.(কচি) জাবালে নূর জামে মসজিদে দোয়া পরিচালনা করেছেন, উক্ত মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ মফিজুল ইসলাম এ ছাড়া ও তাঁর বাড়ীতে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন, তাঁর সুযোগ্য পুত্র ক্বারী শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এ সময় সাংবাদিক ও ক্বারী শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর মা শেখ ছখিনা বেগম এর রুহের ও মাগফিরাত কামনা করা হয়েছে, এ সময় উক্ত সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন” খতিব” সম্পাদক ও সভাপতি সহ স্হানীয় মসজিদের মুসল্লি বৃন্দ এ সময় উপস্থিত হয়ে সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় মরহুমের পারিবারিক আত্মীয় স্বজন মোঃ তরিকুল ইসলাম শেখ, আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেন” আসাদুজ্জামান” ওমর ফারুক রাসেল” মাওঃ ওয়লিউল্লাহ্ ” মোঃ রেজাউল করিম” মোঃ জিনারুল” মোঃ মাহাদি হাসান রিয়াদ প্রমুখ।