ঢাকা অফিসঃ
একজন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠ থাকবেন বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরকি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বুধবার খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়া এক বিবৃতিতে নেতৃদ্বয় এই মন্তব্য করেন।
নেতৃদ্বয় বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অন্যতম অনুসারী ও অনুরাগী খোন্দকার দেলোয়ার হোসেন একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠ থাকবেন। দৃঢ়তা, অটুট মনোবল ও ব্যক্তিত্বে তিনি ছিলেন ঈর্ষণীয় উচ্চতায়।
তারা বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশের এক রাজনৈতিক সংকটকালে বিএনপির মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্ব্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি এবং দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।