ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাঁচমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত মনির হোসেন (৩৫) ওই এলাকার বাসিন্দা মোঃ গেন্দা মিয়ার বড় ছেলে।

জানা যায়, মনির হোসেনের বিয়ে হলেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।লাশ ঝুলতে দেখে থানায় অবহিত করলে থানা পুলিশ লাশ রাত বারোটার দিকে সেখান থেকে উদ্ধার করে সুরতহাল করে।

ইউপি সদস্য শফিকুল বলেন, মনিরের মানসিক সমস্যার সাথে সাথে পেটের সমস্যাও হয়েছিল। মাঝে মাঝে পেটের ব্যথা প্রচন্ড আকার ধারণ করতো বলেও জেনেছি।

জয়মনিরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, মানসিক সমস্যা ও পেটে ব্যথার কারণেই হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন