নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার পলাশবাড়ীর ৪ নং বরিশাল ইউনিয়নের হাট-বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাদক বিরোধী এবং জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদক বিরোধী এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে হাট-বাজার মালিক সমিতির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর- পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা তাতীলীগের সভাপতি আখতারুজ্জামান প্রধান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব। এছাড়াও উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি তারা মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম ছাড়াও স্থানীয় রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ীক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জনসাধারণের উদ্দেশ্যে মাদকবিরোধী, করোনা ভাইরাস সহ দেশের বর্তমান পরিস্থিতির উপর সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।