শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।

গাইবান্ধা জেলায় গত রবিবার ঘন্টাব্যাপি আগাম কালবৈশাখী ঝড় শুরু হয়, এ ঝর রবিবার বিকাল ২ টার দিকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলমান থাকায় ব্যাপক ক্ষতি দেখা দিয়েছে।

এ তুফানে ব্যাপক ঘর বাড়ির টিন উড়িয়ে যায়, ব্যাপক গাছ গাছড়া উপড়ে পরে, এমনকি অনেক গাছসহ অনেকের ঘরও উড়িয়ে যায় কালবৈশাখী তুফানে।

এ তুফানে প্রায় শতাধিকের বেশি মানুষ আহত হয়েছে, এখন পর্যন্ত তুফানে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০ জনে, এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কালবৈশাখী তুফানের সময় গরম হাওয়া বৈতে শুরু করলে এ জেলায় কৃষকের শতাধিক হেক্টর জমির ইরিধান পুড়িয়ে যায়।

কালবৈশাখী তুফানে ঘর বাড়ির পাশাপাশি এ জেলায় কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার অধিক, বলে অনেকে ধারণা করেছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই মাহমুদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম কালবৈশাখী ঝড়ে গরম হাওয়া বৈতে শুরু করলে সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় ৩০ একর জমির ইরিধান পুড়িয়ে যায়, পাশাপাশি ১ শত বিঘা জমির ভুট্টা নষ্ট হয়ে যায়, এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *