মোঃ শাহজালাল দেওয়ান :
গাজীপুর সিটি কপোর্রেশন ৪১ নং ওয়ার্ড  পুবাইল এ প্রবীন অধিকার সুরক্ষা কল্যান ও সংহতি সংগঠনের উদ্যোগে গরীব,অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে পুবাইল রহমানিয়া আলিম মাদ্রাসায়,ভাদুন উচ্চ বিদ্যালয়ে ও রারই বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাজীপুর সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব এড.জাহাঙ্গীর আলমের অনুধানে প্রবীন অধিকার সুরক্ষা কল্যান ও সংহতি সংগঠনের উদ্যোগে প্রায় ৬০০ শতাধিক কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে অপস্থিত ছিলেন গাজীপুর সিটি কপোর্রেশন ৪০,৪১,৪২ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর জোসনা বেগম, পুবাইল রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যাক্ষ কুতুব উদ্দিন,৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন,যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল পাঠান,সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির,বীর মুক্তিযোদ্ধা সংগঠক কাজী দিল আকবর চিষতি,অগ্রনী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার হরমুজ মিয়া, ৪১ নং ওয়ার্ড  প্রবীন অধিকার সুরক্ষা কল্যান ও সংহতি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন মোল্লা,সহ সভাপতি সিরাজুল ইসলাম লালু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মান্নাফ,সাংগঠনিক সম্পাদক এজাজ উদ্দিন,প্রচার সম্পাদক হাজী মোতালেব,ক্রিয়া সম্পাদক কাজী নুর মোহাম্মদ,সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মালে মোহাম্মদ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ছানোয়ারউল্লাহ প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্টানে প্রবীন অধিকার সুরক্ষা কল্যান ও সংহতি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন মোল্লা

তার বক্ত্যবে  বলেন ২০০৩ সালে রিক এর মাধ্যমে গাজীপুরের পুবাইল  ৪১ নং ওয়ার্ড  এ প্রবীন অধিকার সুরক্ষা কল্যান ও সংহতি সংগঠনের যাত্রা শুরু করে,আমাদের মুল উদ্দেশ্য হল

সমাজের গরীব অসহায় ও দরিদ্র প্রবীনদের নিয়ে কাজ করা প্রতিবছর এ সংগঠন গাজীপুর সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব এড.জাহাঙ্গীর আলম ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির অনুধানে প্রবীনদের মাঝে শীতবস্ত্র,ঈদের সময় শেমাই,চিনি,দুধ,সাবান ও প্রবীন দিবসে র‍্যালী গরীব,অসহায় প্রবীনদের মাঝে পোশাক বিতরণ করে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *