আবু বক্কর সসিদ্দিক,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ ব্যক্তি নিহত ও আরো ২
জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত ভোরে রংপুুর-ঢাকা মহাসড়কে উপজেলার
ফাঁসিতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া
গেছে। এরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার মিনাপাড়ার মোকছেদ আলীর ছেলে
মহিবুল (৪৭) ও কামারখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মানু মিয়া (৪৫)। নিহতরা
গরু ব্যবসায়ী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- আবুল বাশার জানান, রাতে
ফাঁসিতলা এলাকায় ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্ট
বোঝাই একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরু বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে
ঘটনাস্থলেই ২জন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় আরো ২
ব্যক্তি আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনায় ২ গুরুও মারা গেছে। নিহতদের লাশ থানায় রয়েছে। দুপুরের মধ্যে তাদের
স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।