বিশেষ প্রতিনিধি: চট্রগ্রাম থেকে
নগরীর সদরঘাটে জে কে-৩ নামে একটি মাছ ধরার জাহাজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা আটক করেছে র্যাব। আটক জাটকার পরিমাণ প্রায় ৭০ মেট্রিকটন হবে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই অভিযান বিকাল ৩ ঘটিকা পযর্ন্ত চলে।
অভিযানে উপস্থিত আছেন র্যাবের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ও আরাফাত হোসেন।
সৈয়দ মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বড় আকারের মাছ ধরার জাহাজটিতে অভিযান চালিয়েছি। এখানে আড়াই হাজার মাছ সংরক্ষণের ব্লক আছে। প্রতি ব্লকে ২২ কেজি করে জাটকা রাখা হয়েছে।
চট্টগ্রামে কর্ণফুলি নদীতে জেকে-৩ নামের একটি ফিশিং জাহাজ থেকে ৭০ টন ঝাটকা আটক করে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে বড় কোন ইলিশ আছে কিনা সেটা আমরা দেখছি। জাহাজের মালিককে পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ বলেন, জাটকা মাছের মালিককে পাওয়া যায়নি। তবে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এবং সকল জাটকা মাছ গুলো এতিম খানায় দেওয়া হয়েছে।