কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের টার্গেট নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। আজ শনিবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রিয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করছি আমরা। তিন দিনে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে চাই। প্রসঙ্গত উলেখ্য গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের দন্ডাদেশ দেয় আদালত। সেদিনিই তাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি বাদ জুমা বিক্ষোভ সমাবেশ ও ১০ ফেব্রুয়ারি প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি। এরপর মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি পালন করে। শনিবার দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি (রোববার) প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জেলা সদর ও থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সুফিয়ান আরো জানান, আজ গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনের পর এলাকাভিত্তিক নেতা-কর্মীদের ফরম দেওয়া হয়েছে। তারা সাধারণ মানুষ, কল-কারখানার শ্রমিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন