বিশেষ প্রতিনিধি
চট্রগ্রাম পতাঙ্গা থানাধীন বিজয়নগর এরাকার একটি ভাড়া বাসা থেকে জুবায়ের করিম রুশো (৩৩) নামের এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার করে হয়। গত কাল বাকাল বেলার দিকে ফ্যানের সাথে ঝুলান্ত অবস্হায় মরাদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ। রুশো বাংলাদেশ বিমানে একজন গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্ট।পাবনা সদরের রেজাউল করিমের ছেলে রুশো ওই বাসায় তার পরিবার
নিয়ে থাকতেন বলে পুলিশ সুএে জানা যায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান রুশো বিজয়নগরের নিজ বাসায় ফ্যানের
সাথে ঝুলে অাত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে অামরা জানতে পেরেছি। হাসপাতলে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়না তদ্ন্তের জন্যমরাদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তানি।