**অর্ঘ্য বনিক**
চাঁদের বুকেতে নামিল চন্দ্রযান
রাখিল যে সে ভারত মায়ের মান,
গর্বে যে মোর বুকটা উঠিছে ফুলে
গাইছি তাই আজ বিজয়ের জয়গান।
ব্যর্থ হয়েও সফল হইবার লাগি
ভারত নূতন রূপে উঠিল আবার জাগি,
নিষ্ঠা লয়ে করিল সে তার কাজ
বিস্তৃত হয়ে সকল গ্লানি লাজ।
সন্ধ্যে তখন ছটা বেজে চার
২৩ শে আগস্ট সেদিন বুধবার,
চাঁদের মাটিতে নামিল যে বিক্রম
সকল বাধা ফেলিল সে করে পার।
বিজ্ঞানীদের সকল নিষ্ঠা শ্রম
সার্থক করি চাঁদে গেল বিক্রম,
করিল প্রমাণ আবারও সেই ইসরো-ই
আমরা পেরেছি আমরা তো পারবোই।
যাহারা মোদের ভাবিয়াছে দুর্বল
করিয়াছে রোজ কটাক্ষ উপহাস,
অবাক নয়নে তাহারাও পড়িবে আজি
আমাদের লেখা গরিমার ইতিহাস।
চাঁদের বুকেতে নামিল চন্দ্রযান
দীর্ঘ অপেক্ষার হল আজ অবসান ;
গর্বিত আমি ভারতীয় একজন
গর্বিত আমি বাঙালির সন্তান।।