মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে তেতুঁলিয়া ইউনিয়নের বৈকন্ঠপুর আত্রাই নদী ব্রীজের সামনে থেকে (সুইপার) রতন কুমার (৩০) নামে এক ব্যক্তির মাথা কাটা লাশ উদ্ধার করেছে দিনাজপুরের চাম্পাতলী হাইওয়ে পুলিশ। রতন কুমার দিনাজপুর সদরের মধ্য বালুবাড়ী এলাকার বাসিন্দা।
রবিবার সকাল ৭ টায় উপজেলা তেতুঁলিয়া ইউনিয়নের বৈকন্ঠপুর আত্রাই নদী ব্রীজের সামনে থেকে অজ্ঞাত মাথা কাটা টুকরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা জামাল জানান, রবিবার সকালে উপজেলার আত্রাই নদী ব্রীজের সামনে যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের চাম্পাতলী হাইওয়ে পুলিশ সাদিকুর রহমান জানান, রতন কুমারের প্যান্টের পকেটে তার আইডি পাওয়া গেছে। মৃতদেহটির ক্ষত-বিক্ষত টুকরোগুলো দিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।