ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র তৈরী ও প্রদর্শন করে রাসূলুল্লাহকে (স.) অবমাননা করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তাওহীদি জনতার ব্যানারে আজ শুক্রবার দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেসামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মোঃ আব্দুল ওহাব, মুফতি মাওলানা মোঃ আলি আসরাফ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, মিফতাহুল উলুম মাদরাসা বারোঘোরিয়ার প্রধান শিক্ষক মাওলানা মোঃ ইসাহাক আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সের কুলাঙ্গাররা একবার নয়, কয়েকবার কটূক্তি করেছে। তাদের এ ধৃষ্টতা উস্কানিমূলক। মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান তারা। এছাড়া ফ্রান্সের সকল পণ‌্য বর্জনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন