চিতলমারী উপজেলা প্রতিনিধি:
বুধবার সকাল ৬.৪৫ ঘটিকার সময় চিতলমারী সায়েন্স ক্লাবের সদস্যরা চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার সকাল ৬.৪৫ ঘটিকার সময় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলার সর্বস্তরের জনগণ। চিতলমারী সায়েন্স ক্লাব একটি ব্যাতিক্রমধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পুষ্প অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগের নেতা কর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধিরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় সর্বস্তরের জনগণ।