মানিক হোসেন চিরিরবদর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরর চিরিরবদর আনুমানিক ৫০ বছর বয়সর অজ্ঞাত এক মহিলার পলিথিন মোড়ানো লাশ উদ্ধার করেছে চিরিরবদর থানা পুলিশ। পুলিশ জানায়, ৬ মে রবিবার রাতে কে না কারা এক মহিলাক হত্যা করে উপজলার ভুষিরবদর শাহাপাড়ার দিনাজপুর-রংপুর মহাসড়কর পাশে ধান ক্ষেতে পলিথিন মুড়িয়ে রেখে যায়। পরদিন সোমবার সকাল ধান ক্ষেতের পাশে পলিথিন মোড়ান লাশ দেখে চিরিরবন্দর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।