মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর বঙ্গবন্ধু হলেবৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মাদরাসা শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে পুরান বিন্যাকুড়ি আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মাজেদকে নৈশপ্রহরী কর্তৃক লাঞ্ছিতের ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রিয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আখতারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন সরকার, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী প্রমূখ। সমাবেশে ওই ঘটনার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান হয়। উল্লেখ্য যে, ওই মাদরাসার নৈশপ্রহরী ১৬দিন ধরে বিনানুমতিতে মাদরাসায় উপস্থিত না থাকায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠান প্রধান তার বেতন কর্তন করলে ক্ষিপ্ত হয়ে ওই নৈশপ্রহরী গত ১৮ মে প্রকাশ্যে দিবালোকে অধ্যক্ষকে বিন্যাকুড়ি বাজারে লাঞ্ছিত করেন।