মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মোছা. মাহমুদা ইসলাম শেফালী আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৪৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮২০ ভোট। অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সন্তোষ কুমার রায় নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৩২৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে শেষ হয় এ নির্বাচন। সারাদিন বৈরী আবহাওয়ার ফলে সরেজমিনে গছাহার উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাসডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম ছিলো।
উল্লেখ্য আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফলে শূন্য পদে এ উপ-নির্বাচন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।