মোহাম্মদ মানিক হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইউপি সচিবদের ৩ দফা দাবী পূরনের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইউপি সচিবগণ অবস্থান কর্মবিরতি পালন করেন।
আজ রবিবার (২৮ ফেব্র“য়ারী) উপজেলা ইউপি সচিব কমিটির সভাপতি মো: জিকরুল হকের নেতৃত্বে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে অবস্থান কর্মবিরতি পালন হয়।
সাবেক রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান স্থানীয় সরকারের মন্ত্রী থাকাকালীন তাঁর দেয়া প্রতিশ্র“তির মধ্যে ইউপি সচিবদের পদবী পরিবর্তন, বেতন স্কেল ১০ গেডে উন্নীত করণ, বেতন বোনাস আনুতোষিক ল্যাম্ব গ্র্যান্ড, শ্রান্তি বিনোদন ভাতা সহ শত ভাগ অর্থ সরকারী কোষাগর থেকে প্রদান এবং ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিদা প্রদান বাস্তবায়ন করতে সচিবরা এ অবস্থান কর্মবিরতি পালন করেন ।
এ সময় বাপসা,র চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক বক্রেম্বর বসাক (পিন্স), সদস্য মো: আব্দুল মান্নান শাহ্ সহ ১১ জন সচিব এতে অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মো: জিকরুল হক ও সাধারন সম্পাদক বক্রেম্বর বসাক (পিন্স) তাদের দাবী বাস্তবায়নে সরকারের প্রতি সু-দৃষ্টি কামনা করেন।