মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
ইউপি সদস্য মতিউল ইসলাম জুয়েল, মো: আতাউর রহমান, লালন কুমার রায়,গুলজার রহমানসহ সংরক্ষিত মহিলা সদস্য মোছা: দেলোয়ারা বেগম অভিযোগ করে বলেন,শুধু ৩ প্রকল্পে নয় কর্মসূচির অন্তর্ভুক্ত ৯ প্রকল্পে প্রকল্প সভাপতিগণ তাদের ইচ্ছেমত প্রকল্পের কাজ চালাচ্ছে।
সরেজমিন, উপজেলার ভিয়াইল ইউনিয়নে পলাশডাংগী গ্রামের মান্নানের বাড়ী হতে পাকা রাস্তা পর্যন্ত ও লোকেশের বাড়ি হতে জয়দেব মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, একই ইউনিয়নের ভিয়াইল পাকা রাস্তা হতে শুরু করে পাটাইকুুড়ি গরম বাজার পর্যন্ত রাস্তা সংস্কার ও নীলাহার পাকা রাস্তার মোড় হতে ভিয়াইল ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের নির্ধারিত সংখ্যক শ্রমিক দেখা যায়নি। এছাড়া কোন প্রকল্পে কোন সাইনবোর্ড চোখে পড়েনি।
ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় দম্ভক্তির সাথে জানান, আমি ক্ষমতাসীন দলের চেয়ারম্যান আমার বিরুদ্ধে দূর্নীতির খবর পত্রিকায় প্রকাশ করে কোন লাভ হবে না। । তাছাড়া সাংবাদিকরা প্রকল্প নিয়ে মাথা ঘামানোর কেউ না।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মশিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম রাব্বানী জানান, এখন পর্যন্ত প্রকল্পের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।