মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিব করায় দিনাজপুরের চিরিরবন্দরে আনন্দ মিছিল ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা এবং মহাসচিবকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্জ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করলে পুলিশের আপত্তির কারনে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও মহাসচিবকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে দলীয় অফিসে উপজেলা বিএনপির সভাপতি আলহ্জ্জা মজিবর রহামনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিএনপি নেতা ওয়াহেদুল আলম মুকুল, প্রভাষক মেছবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুলসহ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।