মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে ট্রাকের সাথে মোটরসাইকেল ধাক্কায় দুই পা করে চার পা হারালেন ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ তার ছোট ভাই।
জানাগেছে, গতকাল বুধবার রাত ১০টায় রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে দিনাজপুরগামী মালবাহী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) সজোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়জার রহমান (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০) এর মর্মান্তিক ভাবে দুজনেরই চারটি পা থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে পেরণ করা হয়েছে। এ সময় উত্তেজিত স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ওসি মো: আব্দুল মালেক জানান, দূঘটনা কবলিত আটককৃত ট্রাকের বিরুদ্ধে আহত পরিবার যদি মামলা দেয় তাহলে আমারা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।