মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে গত শনিবার দিবাগত রাতে ভূষিরবন্দর বৈকুন্ঠপুর টেকনিকেল এন্ড বি.এম কলেজে চুরি হয়। প্রতিদিনের ন্যায় কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা যাবতীয় কার্যক্রম শেষে কলেজের অফিস তালা বদ্ধ করিয়া চলিয়া যায়। পরের দিন গতকাল রবিবার সকালে কলেজের অফিস রুম এর দরজা তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে অফিসের ভিতরে ঢুকে দেখে অফিসের স্টীলের আলমিরার তালা ভেঙ্গে কলেজের ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র, কলেজ স্টাফদের ব্যক্তিগত ফাইল, রেজুলেশন বহি এবং কলেজে অফিসিয়াল কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি হয়েছে। এ ব্যপারে কলেজের পক্ষ থেকে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়। সাধারণ ডাইরী নম্বরঃ ৭১৬ -তাং ১৭-০১-১৬