কুড়িগ্রাম প্রতিনিধি:
চিলমারীতে সংগ প্রকল্পের বহুখাত ভিত্তিক অংশীজনের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষি বিভাগের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সাসটেইন অপারচুনিটিজ ফর নিউট্রিশন গভার্নেন্স- সংগ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন সংগ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আহসানুল কবির বুলু। কর্মশালায় উপজেলা কৃষ অফিসার কুমার প্রণয় বিশান দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ মোস্তারী বেগম, ডাঃ সায়লামা বিনতে মেফতাহুর মনিকা, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মোঃ শাহজালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, মহিলা বিষয়ক, সমাজসেবা, যুব উন্নয়ন, শিক্ষা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিটিজেন চার্টার ও অন্যান্য অংশীজনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।