নাজমুল হুদা পারভেজঃ
কুড়িগ্রামের চিলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার টিন দিয়ে ঘেরা সীমানা প্রাচীর কেটে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সমবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শমশের আলী লিখিত ভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার পূর্বদিকে সীমানা প্রাচীর না থাকার কারণে বখাটে যুবকরা মাদ্রাসা মাঠে মাদক সেবনসহ অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতো এবং মাদ্রাসার গাছের ডাল কর্তনসহ সকল ফল চুরি করে নিয়ে যেতো। শনিবার (০৪জুন) দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু কতিপয় লোকজনকে নিয়ে মাদ্রাসা চলাকালীন সময়ে উক্ত মাদ্রাসার পূর্বদিকের টিন দিয়ে ঘেরা সীমানা প্রাচীর সম্পূর্ণ বেআইনীভাবে কেটে ফেলেন। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শমশের আলী জানান, আমি ঘটনার সময় নামাজে ছিলাম। নামাজ শেষে মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আব্দুল জলিলসহ অন্যান্য সহকর্মীদের নিকট ঘটনা জানতে পারি। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন হতে মাদ্রাসার উন্নয়নসহ নিয়মিত পাঠদান অব্যাহত আছে। মাদ্রাসাটির পূর্বদিকে সীমানা প্রাচীর না থাকার কারণে বখাটে যুবকরা মাদ্রাসা মাঠে মাদক সেবনসহ অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতো এবং মাদ্রাসার গাছের ডাল কর্তনসহ সকল ফল চুরি করে নিয়ে যেতো। এর আগে চিলমারী মডেল থানা পুলিশ মাদ্রাসার মাঠে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করে জেল হাজাতে পাঠান। এ কারণে টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে ক্ষমতার প্রভাব দেখিয়ে অতর্কিতভাবে টিনে ঘেরা সীমানা প্রাচীর কেটে ফেলেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জুর মঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হবার পর থেকে যুগযুগ ধরে মাদ্রাসার পিছনে বসবাসরত পরিবার ও গ্রামের লোকজন মাদ্রাসাটির ভিতর দিয়েই চলাচল করে আসছে। হঠাৎ পূর্ব কোন ঘোষণা না দিয়ে কিংবা বিকল্প কোন রাস্তার ব্যবস্থা না করেই জনসাধারণের চলাচলের রাস্তাটি টিনের বেড়া বা ঘিরা দিয়ে বন্ধ করে একটি গ্রামের শতাধিক পরিবারের লোকজনের চলাচলের বিঘœ ঘটানো হয়। একজন জন প্রতিনিধি হিসেবে তিনি এলাকার লোকজনের চলাচলের স্বার্থেই মাদ্রাসার সীমানা প্রাচীরের টিন কেটে রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছেন মর্মে এ প্রতিনিধিকে জানান। চিলমারী উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মোছাঃ মাজেদা বেগমের সংগে যোগাযোগ করা হলে , তিনি বলেন, সমবার উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শমশের আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন, যা নির্বাহী অফিসারের ডাক ফাইলে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ঢাকায় অবস্থান করার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন