কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মহামারী ওমিক্রনের সংক্রমন প্রতিরোধে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী’র সার্বিক তত্বাবধায়নে কুড়িগ্রামের চিলমারীতে করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ১হাজার দুস্থ ও শীতার্থের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ’লীগ কেন্দ্রিয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো.আখলাকুর রহমান মাইনু,অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান জামান আজাদ, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা আ’লীগ সাংগঠণিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,উপজেলা আ’লীগ আইন বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মামুন অর রশিদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএম নুরুল আমীন সরকার, ফরহাদুজ্জামান মনির প্রমুখ।